রাঙামাটিতে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুক যুদ্ধে ২সস্ত্রাসী নিহত ও ১ সেনা সদস্য আহত

Published: 13 Oct 2020   Tuesday   

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বুড়িঘাট ইউনিয়নের রউফ টিলা এলাকায় সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে এবং অপর ১ জন সেনাবাহিনী সদস্য আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। 

 

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে সন্ত্রাসীরা বুড়িঘাট ইউনিয়নের রউফ টিলা এলাকায় চাদাবাজি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীরা রউফ এলাকায় অবস্থান করছে জানতে পেরে মঙ্গলবার সন্ধ্যায় জেলে সেজে অভিযানে যায় সেনা বাহিনীর একটি দল। এসময় সন্ত্রাসীদের একজনকে ধরতে পারলেও পরে পালিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা পাল্টা গুলি করলে রকেট চাকমা ও আশাপূর্ন চাকমা নিহত হন। নিহত রকেট চাকমার বাড়ী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায়। এসময় সেনাবাহিনী সদস্য সাহাবুদ্দীন(২৮) গুলিবিদ্ধ হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হেলিকপ্টারযোগে সিএমএইচ এ ভর্তি করা হয়েছে। তিনি বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি আশংকা মুক্ত রয়েছেন। ঘটনাস্থল থেকে একে ২২ এসএমজি উদ্ধার করা হয়েছে। বুড়িঘাট এলাকাটি ইউপিডিএফ নিয়ন্ত্রিত এলাকা বলে জানা গেছে।


নানিয়ারচর থানার ওসি সাবিবর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালায়। অভিযানের সময় সন্ত্রাসীরা গুলি করলে সেনাবাহিনীও পাল্টা গুলি করে। এতে ২ জন সন্ত্রাসী নিহত হয়। ১ জন সেনা সদস্য আহত হয়।


রাঙামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে ২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় ১জন সেনা সদস্য আহত হয়েছেন। তাকে হেলিকপ্টারযোগে সিএমএইচ এ ভর্তি করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত