রাঙামাটিতে এক হাতে গাছের চারা,অন্য হাতে ধর্ষণকে লাল কার্ড

Published: 29 Oct 2020   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটি পুলিশ পলওয়েল পার্কে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ পলওয়েল পার্কে বকুল গাছের চারা রোপন কর্মসূচির উদ্ধোধন করেন (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ।সংগঠনের সদস্যদের টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে, শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদক ও ধর্ষণ বিরোধী শপথ করেন। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রাতিষ্ঠতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল,রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক এম.কামাল উদ্দিন,রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর মানিক,সংগঠনের তিতাস শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন,লাকসাম শাখার সাংগঠনিক সম্পাদক আহমেদ রায়হান, অর্থ সম্পাদক তাসফিন আহমেদ,দপ্তর সম্পাদক বাদশা পাটোয়ারি প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ বলেন,মাদক,ধর্ষণ ও বাল্য বিবাহ সহ সকল অপকর্মকে না বলে লাল সবুজ উন্নয়ন সংঘ রাঙামাটিতে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা রোপন ও বিতরণ করেছে সেটি প্রশংসার দাবিদার। যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে। আসুন আমরা ধর্ষণ ও মাদককে না বলি। যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদের ধরিয়ে দিন। করোনাকালিন সময়ে লাল সবুজ উন্নয়ন সংঘ ৬৪ জেলায় লাল কার্ড প্রদর্শন কর্র্মসূচি ও গাছের চারা বিতরণ কর্মসূচির সফলতা কামনা করছি।

 

সংগঠনের প্রতিষ্ঠতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন,আমরা প্রতি বছর টিফিনের টাকা বাঁচিয়ে বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করে থাকি। বর্তমান সময়ে স্কুল কলেজ বন্ধ থাকায় ৪৬টি জেলায় এ পর্যন্ত ভ্রাম্যমান ৮৩ হাজার ৪০০ গাছের চারা বিতরণ করেছি। গত ৭ জুলাই থেকে কার্যক্রমটি শুরু করা হয়। রাঙামাটি ছিল ৫৬ তম জেলা। জেলার বিভিন্ন বিদ্যালয়ের মাঠ,গ্রাম ও রাস্তায় পথচারীদের মধ্যে এ চারা বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থীরা সকল অন্যায়কে লাল কার্ড প্রদর্শন করে গাছের চারা হাতে নিয়ে সবুজ বাংলা গড়ার শপথ নেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত