খাগড়াছড়িতে কমিউনিটি পলিশিং ডে পালিত

Published: 31 Oct 2020   Saturday   

“মুজিববর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে পালিত হয়েছে কমিউনিটি পলিশিং ডে।

 

শনিবার সকালে খাগড়াছড়ি অফিসার ক্লাব মিলনাতয়নে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ-এর সভাপতি অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, , খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও খাগড়াছড়ি জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত। সভায় কমিউনিটি পুলিশিং সদস্য,জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

 

সভায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং  কর্মকর্তা ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশং সদস্যেদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত