কাপ্তাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

Published: 31 Oct 2020   Saturday   

"মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র" এই স্লোগানকে সামনে রেখে কাপ্তাইয়ে শনিবার  উপজেলা সদরে র‍্যালী ও উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এতে  সভাপতিত্ব করেন। আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ  সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল  লতিফ ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।আলোচনা সভায় অন্যান্যদের বক্তব্য কাপ্তাই ট্রাফিক বিভাগের টিআই জয়দেব নাথ, টিআই বিপুল পাল, ওসি (তদন্ত) মোঃ আতিকুল ইসলাম,  কাপ্তাই ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক মোঃ আতাউল হক চৌধুরী, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্বাধীনতা শিক্ষক পরিষদ রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক জয়সীম বড়ুয়া ,কাপ্তাই  এসএমসির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি  কবির হোসেন ইউপি সদস্য মাহাবুব আলম প্রমুখ । 

 

আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশ এবং জনগণ একে অপরের সাথে একত্রিত হয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে, তাই সমাজের নানা শ্রেণীর মানুষ যদি পুলিশকে সহায়তা করে তাহলে দেশ হতে সব ধরনের অপরাধ দূর হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত