রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Published: 03 Nov 2020   Tuesday   

বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় রাঙামাটিতে সাজেকের ছাত্রলীগের সভাপতিসহ তিন জন নিহত হয়েছে।

 

জানা গেছে, নিহত সাজেক থানা সভাপতি ও জেলা ছাত্রলীগের উপ অপ্যায়ন বিষয়ক সম্পাদক রুবেল মোটর সাইকেলযোগে সাজেক থেকে রাঙামাটিতে ফিরছিলেন। এসময় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কতুকছড়ি এলাকায় পৌছলে একটি আটোরিক্সার সাথে সংঘর্ষে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


অপরদিকে, সন্ধ্যার দিকে শহরের গর্জতলীর কাকলী সিনেমা হলের সামনে মোটর সাইকেলের সাথে একটি পিক অপ ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে দুই মোটর সাইকেল আরোহী মোশারফ হোসেন ও রুদ্র খীসা গুরুত্বর আহত হন। তাদের দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মতৃ ঘোষনা করেন। নিহত মোশারফ হোসেনের বাড়ী পুরাতন কোর্ট বিল্ডিং এলাকায় এবং রুদ্র খীসার বাড়ী চম্পক নগরে।


রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
---হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : [email protected]
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত