বরকলে মাতৃত্বকালীন ভাতা বিতরণ উপলক্ষে অালোচনা সভা অনুষ্ঠিত

Published: 04 Nov 2020   Wednesday   

বরকল উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মাতৃত্বকালীন ভাতা বিতরণ উপলক্ষে অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

বুধবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে অাইমাছড়া  ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে  ৪৫ জন মাতৃত্বকালীন ভাতাভোগীকে ৪লক্ষ ৩২ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে।  

 

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগম, বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা।  

 

সভায় প্রধান অতিথি বক্তব্য জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগম বলেন,সুস্থ সন্তান জন্ম লাভের জন্য  মায়ের সুস্থতা দরকার। মা সুস্থ না হলে বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম লাভ করে। তাই মায়েদের পুষ্টিকরে ও সুষম খাদ্য গ্রহণ করা অতিব  জরুরি। 

 

তিনি বলেন, অাজকের শিশু অাগামী দিনের ভবিষ্যত। তাই মায়েদের স্বাস্থ্যর প্রতি   সচেতনতা হওয়া দরকার বলে তিনি মনে করেন। 

 

সভাপতি বক্তব্য উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসা বলেন, মাতৃ মৃত্যুহার কমিয়ে অানার  জন্য এবং শিশুর পুষ্টির জন্য সরকার মাতৃত্বকালীন ভাতা প্রদান করছেন বলে তিনি গণমাধ্যমকে জানান।

 

এসময় বরকল উপজেলা প্রেস ক্লাবের সদস্য নিরত বরন চাকমা,মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক কামনা চাকমা,বিউটিফিকেশন ট্রেনের প্রশিক্ষক সঞ্চিতা চাকমা, সেলাই প্রশিক্ষণ ট্রেনের প্রশিক্ষক সুচিতা চাকমা সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অন্যদিকে, বরকল উপজেলার নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের   কিশোরীদের নিয়ে অালোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি সুচরিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগম। 

তিনি বলেন,পুরষ শাসিত সমাজে নারীরা নির্যাতিত  ও নিপীড়িত। তাই সেই অবস্থান থেকে বেরিয়ে অাসতে  নারীদের সচেতন হতে হবে। অার বর্তমান সরকার নারী অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নে নানান উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। সেক্ষেত্রে নারীদের উদ্যোক্তা হিসেবে কাজ করার মানসিকতা থাকা উচিত বলে তিনি মনে করেন। 

 

এসময় অন্যান্যদের মধ্যে বরকল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসা, বরকল উপজেলা প্রেস ক্লাবের সদস্য নিরত বরন চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত