রাঙামাটির মৈত্রী বিহারে বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

Published: 07 Nov 2020   Saturday   

রাঙামাটির মৈত্রী বিহারে শনিবার বৌদ্ধ ধর্মবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

মৈত্রী বিহার প্রাঙ্গনে আয়োজিত ৪০তম কঠিন চীবর দান অনুষ্ঠানে ধর্মীয় সভায় পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় সভাপতি শ্রীমৎ শ্রদ্ধালংকা মহাথোর সভাপতিত্বে ধর্ম দেশনা দেন উ পঞ্ পঞ্  দীপ  মহাস্থবির, চাকমা রাজ বিহারের অধ্যক্ষ শীলপাল মহাথেরো। স্বাগত বক্তব্যে দেন মৈত্রী বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পূর্ন চন্দ্র দেওয়ান।  অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, সাবেক সরকারী কর্মকর্তা কৃঞ্চচন্দ্র চাকমাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মৈত্রী বিহারে অবস্থানরত পূর্ণ্যকীর্তি ও শীলানন্দ ভিক্ষুকে মহাথোরা হিসেবে বরণ করে নেওয়া হয়।  

 

ধর্মীয় সভার শুরুতে মঙ্গলা চারণ পাঠ ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।  অনুষ্ঠানে  ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।

 

এর আগে সকালে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় গুরুরা ভগবান বুদ্ধের অহিংসা পরম নীতি মেনে চলে ও হিংসা, লোভ, মোহ ও মিথ্যা দৃষ্টি পরিহার করে নিজেকে সর্বদা সৎপথে পরিচালিত করার হিতোপদেশ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত