কাপ্তাইয়ের ৪ নৌ রোভারের পায়ে হেঁটে বঙ্গবন্ধু সাফারী পার্ক যাএা

Published: 08 Nov 2020   Sunday   

কাপ্তাই জেলা নৌ রোভার ইউনিটের ৪ সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথে কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারী পার্ক যাএা শুরু করেছে।


স্বাস্থ্য বিধি মেনে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই হতে বঙ্গবন্ধু সাফারী পার্ক পর্যন্ত পায়ে হেঁটে রোববার সকালে পরিভ্রমণ শুরু করেন। ওই সময় কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে পরিভ্রমণ দলের কার্যক্রম উদ্বোধন করেন জেলা নৌ স্কাউট সচিব অধ্যক্ষ কমান্ডার এম নূরে আলম ছিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন জেলা নৌ স্কাউট লিডার উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম এলটি।

 

পরিভ্রমণকারী রোভারগণ হলেন দলনেতা এনামুল হক টিপু, সদস্য যথাক্রমে মো.শাহীন আলম,মো.শাহজাহান ও জনি চন্দ্র দাশ। স্কাউটের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড‘ অর্জনের লক্ষে উক্ত ৪ রোভার ১২ নভেম্বর পর্যন্ত ৫ দিন ব্যাপী পায়ে হেঁটে পরিভ্রমণ সম্পন্ন করবেন। কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ থেকে যাএা শুরু হয়ে নোয়পাড়া বিশ^বিদ্যালয় কলেজ,পটিয়া সরকারি কলেজ,লোহাগাড়া উপজেলা পরিষদ,চকরিয়া উপজেলা পরিষদ ও বঙ্গবন্ধু সাফারী পার্কে এসে পরিভ্রমণ শেষ করবেন।

 

পরিভ্রমণ সময়ে রোভারগণ ‘জীবন বাঁচাতে,দেশ বাঁচাতে, স্বাস্থ্য বিধি মানতে হবে‘ এ শ্লোগানে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম যেমন জলবায়ু পরিবর্তনে সচেতনতা, সড়ক দুর্ঘটনা রোধে করণীয়,করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা তৈরি, তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান দান ও মাস্ক বিতরণসহ নানা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন। এছাড়াও পরিভ্রমণ পথে তারা গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান,শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন করে গণ্যমান্য ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত