জুরাছড়িতে দু’জোন অধিনায়কের বিদায়-বরণ অনুষ্ঠান

Published: 06 Dec 2020   Sunday   

পাহাড়ে দুর্যোগ মহূত্বে সব সময় সেনাবাহিনী সহযোগীতা দিয়ে ছিল-বর্তমানেও অবহ্যত রয়েছে। করোনা কালিন সময়ে প্রান্তিক দুমদুম্যা ইউনিয়নের খাদ্য সংকট মোকাবেলায় হেলিক্যাপ্টার যোগে ত্রান পৌঁছে দিয়েছে সেনা বাহিনী।

 

রোববার জুরাছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তানভীর হোসেনের বদলিজনিত বিদায় ও নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ আখতারুজ্জামান ফয়সালকে বরণ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।


উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ সভাপতিত্ব করেন। রির্সেস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলমের ধারা সঞ্চলনায় এতে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, জোন উপ অধিনায়ক মেজর নাজমুল হাসান, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, থানা অফিসার ইনচার্জ শফিউল আজম, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, দুমদুম্যা ইউপি সাধন কুমার চাকমা উপস্থিত ছিলেন।


সভায় শুরুতেই নবাগত জোন অধিনায়কে উপস্থিত সকল দপ্তরের কর্মকর্তারা স্ব-স্ব পরিচয় উপস্থাপন করেন। পরে স্বাগত বক্তব্য রাখেন, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা, সমাজ সেবা কর্মর্তা মোঃ মাহমুদুল হাসান, সুবলং রেঞ্জ বন কর্মকর্তা গঙ্গা প্রসাদ চাকমা, এনজিও প্রতিনিধি ব্র্যাক, ম্যালেরিয়া নিমূল কর্মসূচীর ম্যানেজার অনিল বরণ দেওয়া প্রমূখ।


অনুষ্ঠান শেষে বিদায়ী জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তানভীর হোসেনকে ও নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ আখতারুজ্জামান ফয়সালকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রেশ এবং সৌজন্য উপহার প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত