রাঙামাটিতে মেডিকেল ওয়ার্কারদের কর্মদতা উন্নয়ন বিষয়ক প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত

Published: 11 Dec 2020   Friday   

শুক্রবার রাঙামাটিতে হিল ফাওয়ারের কম্প্রিনসিভ কমিনিউনিটি হেলথ প্রোগ্রাম শীর্ষক ২দিনদিনব্যাপী বেসিক মেডিকেল ওয়ার্কারদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সম্মেলন কে অনুষ্ঠিত কর্মশালায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিল  ফাওয়ারের নির্বাহী পরিচালক ডা: নীলু কুমার তনচংগ্যা। স্বাগত বক্তব্য রাখেন হিল ফাওয়ারের প্রকল্প সমন্বয়কারী জেনিফার অজান্তা তনচংগ্যা। দুইদিনব্যাপী প্রশিণ কর্মশালা পরিচালনায় ছিলেন  কাউখালী উপজেলা হেলথ কমপ্লেক্সের ফার্মাসিস্ট তুহিন দেবনাথ, রাঙামাটি সিভিল সার্জন বিভাগের সিনিয়র নার্স বিভাসশ্রী দেওয়ান ও সিনিয়র মেডিকেল টেকনিশিয়ান  অনিমেষ সাহাসহ অন্যান্য প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে মাতৃমৃত্যু ও শিশু জন্ম মৃত্যু কমানোর প্রতি সবাইকে আহ্বান জানান  ডা.বিপাশ খীসা। তিনি আরো বলেন,   ওজা-বৈদ্য দিয়ে শিশুজন্মদান নিরাপদ নয়। প্রতিটি ডেলিভারী রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। বাড়িতে কখনো ডেলিভারী করা উচিৎ নয়। বাড়িতে যেকোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।  এ েেত্র শুধু গর্ভবতী নারী নয়, ভূমিষ্ঠ হওয়া শিশুও অনিরাপদ।

 

ডা. নীলু কুমার তনচংগ্যা বলেন,  সরকারি স্বাস্থ্য বিভাগের সাথে সম্পৃক্ত রেখে ও চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের সাথে যৌথ উদ্যোগে  দীর্ঘ পাঁচ বছর যাবৎ  প্রকল্পের কাজ পরিচালনা করে যাচ্ছে হিল ফাওয়ার।  কাপ্তাই উপজেলাতে চিৎমরম,ওয়াগ্গা ও কাপ্তাই সদর ইউনিয়নে হিল ফাওয়ার প্রকল্পের কার্যক্রম সম্পাদন করে যাচ্ছে। তিনি আরো বলেন, প্রকল্পটি চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল,  রাইখালী চন্দ্রঘোনা ও কদমতলী ইউনিয়নে কাজ করে যাচ্ছে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত