বিলাইছড়িতে বিজয় দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণ

Published: 16 Dec 2020   Wednesday   

কোভিড-১৯ এর মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিলাইছড়িতে মহান বিজয় দিবস  উদযাপন করা হয়েছে।

 

 দিবসটির উপলক্ষে ভোরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও উপজেলা শিল্পকলা একাডেমীতে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

 

এছাড়া দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (নারী) উৎপলা চাকমা,  উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ সুজাউল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধ সাংসদ কমান্ডার শাক্যপ্রিয় বড়ুয়া প্রমুখ।

 

থানা উপ-পরিদর্শক সোহেল আহমেদ খান এর সঞ্চালনায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোন দেশে বিতর্ক নেই। বক্তারা আরও বলেন, একটি রাষ্ট্র এমনিতে পাওয়া যায়না। যুদ্ধকরে প্রানের বিনিময়ে অর্জন করতে হয়।

 

আলোচনা শেষে ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত