রাঙামাটিতে আমাদের জীবন,আমাদের স্বাস্থ্য আমাদের স্বাস্থ্য প্রকল্পের কর্মসূচি তথ্য শেয়ারিং সভা অনুষ্ঠিত

Published: 17 Dec 2020   Thursday   

পার্বত্য চট্টগ্রামে কিশোরী ও নারীদের স্বাস্থ্য উন্নয়নে ও নারী প্রতিসহিংসতা প্রতিরোধসহ নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে বৃহস্পতিবার রাঙামাটিতে আমাদের জীবন,আমাদের স্বাস্থ্য আমাদের স্বাস্থ্য প্রকল্পের কর্মসূচি তথ্য শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে ইউরোপিয়নের অর্থায়নে সিমাভি ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের কারিগরী সহায়তায় ও স্থানীয় উন্নয়ন সংস্থা প্রোগেসিভের বাস্তবায়নে সভায় প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য চাথোয়াই মারমা, জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিতীশ চাকমা, বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় মজুমদার। স্বাগত বক্তব্যে দেন প্রোগেসিভের নির্বাহী পরিচালক সূচরিতা চাকমা। আলোচনা সভা শুরু আগে প্রকল্পের কার্যক্রম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপিএস এর মাস্টার ট্রেনার রিমি চাকমা। সভায় প্রকল্পের পার্টনার এনজিও টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, প্রগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, উইমেন এডুকেশন এডভান্সমেন্ট এমপাওয়ারমেন্ট এর নির্বাহী পরিচালক নেই প্রু মেরী, হিল ফ্লাউয়ার এর প্রজেক্ট কোঅর্ডিনেটর প্রীতি রঞ্জন তঞ্চঙ্গ্যা এবং স্থানীয় সুফলভোগী ছাড়াও সরকারী কর্মকর্তারা ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।


আলোচনা সভায় বক্তারা শুধুমাত্র সচেতনতার অভাবে পাহাড়ের অনেক ঘটনায় নারী কিশোরী সহিংসতার শিকার হয়েছে। সচেতনতা হলে হয়তো এসব ঘটনা এড়ানো যেত। কিশোরী ও নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর প্রজনন স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন নিয়ে সবাইকে সচেতন হবে। পড়–য়া মেয়েদের স্কুল কলেজের যাতায়াতের পথ ও নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার পথটি নিরাপদ করতে সবাইকে কাজ করতে হবে। কুসংস্কার ও ভয়ভীতিকে উপেক্ষা করে মাসিক ব্যবস্থাপনা নিয়ে কিশোরীদের সচেতনতা তৈরি করেত হবে। পাহাড়ে সুস্থ নারী, সুস্থ মা হওয়ার পরিবেশ নিশ্চিত করতে পারলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পুরণে এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামের দরিদ্র ও দুর্গম এলাকায় কিশোরী ,যুবতী ও নারীদের প্রজনন স্বাস্থ্য সেবা ও তাদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এই প্রকল্পে মাধ্যমে। তিনি প্রকল্পের মেয়াদ শেষ হলেও ৩০০টি গার্লস ক্লাবের কার্যক্রম চলমান থাকে তার জন্য নারী প্রগতি সংঘের প্রতি আহ্বান জানান।


উল্লেখ্য, ৫ বছর মেয়াদী এই প্রকল্পের রাঙামাটি দশ উপজলায় দশ বছর বয়সী কিশোরী থেকে ২৫ বছর বয়সী বিবাহিত ও অবিবাহিত নারীদের যৌন ,প্রজনন স্বাস্থ্য সেবা ও তাদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ও প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে কাজ করছে। রাঙামাটির স্থানীয় উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ লিড এনজিও হিসেবে কাজ করছে। তার অধীনে সহযোগী সংস্থা হিসেবে হিল ফ্লাওয়ার, উইভ, টংগ্যা রাঙামাটি জেলার কাপ্তাই, জুরাছড়ি, বরকল, রাঙামাটি সদর, বাঘাইছড়ি, নানিয়াচর, কাউখালী ও রাজস্থলী উপজেলায় আমাদের জীবন আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যত প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ প্রকেল্পর আওতায় ৯টি উপজেলায় ৩০০টি গার্লস ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। এসব ক্লাবে কিশোরী ও নারীদের নারীর প্রতি সহিংসতা রোধ, নারীদের প্রজনন স্বাস্থ্য, মাসিক ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করা হচ্ছে। এর মাধ্যমে ১২ হাজার কিশোরী ও নারী সুবিধা ভোগ করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত