কাউখালীতে গণতান্ত্রিক যুব ফোরাম নেতাকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ

Published: 19 Dec 2020   Saturday   

গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক রূপন মারমাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

 

শনিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা গণমাধ্যেম পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

 

বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকায় ইউপিডিএফের আসন্ন ২২তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে দেওয়ালে চিকা মারতে গিয়ে আইন-শৃংখলা বাহিনী রূপন মারমাকে গ্রেফতার করে।

 

বিবৃতিতে আরো দাবী করা হয় যে কোন দলের সভা-সমাবেশ, ব্যানার-ফেষ্টুন টাঙানো, দেওয়াল লিখন একটি গণতান্ত্রিক অধিকার। কিন্তু পার্বত্য চট্টগ্রামে এ অধিকারকে ভুলুণ্ঠিত করে অন্যায়ভাবে গ্রেফতার-নির্যাতন করা হচ্ছে।

 

বিবৃতিতে তিনি অবিলম্বে রূপন মারমার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত