জুরাছড়িতে শীতার্তদের পাশে সেনাবাহিনী

Published: 23 Dec 2020   Wednesday   

পাহাড়ে ঠান্ডা বাতাসের দাপট আর ঘন কুয়াশা মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে দিনমজুর আয়ের ও দরিদ্র মানুষদের। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল বাংলাদেশ সেনাবাহিনী। 

 

বুধবার জুরাছড়ি রনতুর্য সাত সেনা বাহিনীর ইউনিটের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ আক্তারুজ্জামান ফয়সাল।


শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষদের উদ্দেশে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ আক্তারুজ্জামান ফয়সাল বলেন, এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পাহাড়ের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অবহ্যত রাখতে। এলাকায় মাদক, সন্ত্রাস, অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান তিনি।


বনযোগীছড়া মাঠে শীতার্ত অসহায় ও দুস্থ এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল ও ছোয়াটার বিতরন কালে অন্যান্যদের মধ্যে বনযোগীছড়া মৌজার হেডম্যান করুনা ময় চাকমা, ক্যাপ্টেন মুহতাশিম আহম্মদ উপস্থিত ছিলেন।


এ সময় জোন অধিনায়ক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যথাযথ ভাবে শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও দশের সেবাই প্রত্যয় হতে হবে। করোনায় কারনে স্কুল বন্ধ তাকলেও পড়া লেখা বন্ধ রাখা যাবেনা। বাড়ীতে বসে নিজের পড়া লেখা চালিয়ে যেতে হবে। প্রয়োজনে সামাজিক দুরত্ব বোঝায় রেখে শিক্ষকদের সহায়তা নিতে পরামশ্য দেন।


এ দিকে পৃথক ভাবে যক্ষা বাজার ক্যাম্পে ক্যাপ্টেন মোঃ নাঈম বিন হুদা অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরন করেন।


উল্লেখ্য জোন সদর ও যক্ষা বাজার ক্যাম্পের যৌথ ভাবে ৬০ জন অসহায় ও দুস্থ কম্বল এবং ৬০ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে ছোয়াটার বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত