খাগড়াছড়িতে নাসিব-এর প্রশিণ কর্মশালা

Published: 29 Dec 2020   Tuesday   

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব)-এর উদ্যোগে নারী উদ্যোক্তা সৃষ্টি করার ল্েয ৫দিন ব্যাপী পাটজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক প্রশিণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার খাগড়াছড়ির স্থানীয় উন্নয়ন সংস্থা ‘তৃণমূল উন্নয়ন সংস্থার হল রুমে শুরু হয়েছে।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান মো: শানে আলম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন তৃণমূল’র নির্বাহী পরিচালক রিপন চাকমা ও নারী নেত্রী শাপলা ত্রিপুরা।

 

কর্মশালায় বক্তারা বলেন- উদ্যোক্তা হওয়ার পেছনে বড় অন্তরায় হল সহজ শর্তে ব্যাংক ঋণ না পাওয়া। সব ব্যাংকগুলোতে সরকারি চাকরিজীবী অথবা জমির দলিল জামিনদার হিসেবে চাওয়া’র বাধ্যবাধকতা নারী উদ্যোক্তাদের নিরুৎসাহিত করছে। এতে উদ্যোক্তাদের আগ্রহ থাকলেও কিছু করতে পারে না। তাই প্রশিণের অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা যাতে সহজ শর্তে ব্যাংক ঋণ পেতে পারে তা নিয়েও আলোচনা করেন বক্তারা। প্রশিণে ২৫ জন যুব নারী অংশ গ্রহণ করেন। ২০২১ সালের ২ জানুয়ারী পর্যন্ত এ প্রশিণ চলবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত