বরকলে উৎসবমুখর পরিবেশে প্রগতি যুবক-যুবতী কল্যাণ সমিতির ১ম বর্ষপূর্তি উদযাপন

Published: 01 Jan 2021   Friday   

বরকল উপজেলায় প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির উদ্যোগে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণের মধ্যে দিয়ে প্রথমবারের মতো বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। 

 

"যুব তুমি সফলতার গাঁথা, তুমি অালোর প্রতীক,তুমিই উজ্জ্বল নক্ষত্র, তোমারই মুখ পানে চেয়ে রয়েছে সকল জাতি"-এ প্রতিপাদ্য নিয়ে  প্রগতি যুবতী কল্যাণ সমিতির কনফারেন্স কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা। প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সভাপতি নিরত বরন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা। প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্মৃতিময় চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক লক্ষী বিকাশ চাকমা।

 

অনুষ্ঠান  শুরুর আগে অতিথিদের অাসন গ্রহণ ও ফুলের তোড়া দিয়ে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এরপর সমিতির অতীত এবং বর্তমান কার্যক্রম নিয়ে অনুভূতি প্রকাশ, অতিথিদের বক্তব্য উপস্থাপন এবং সভাপতির বক্তব্যে শেষে কেক কাঁটার মধ্যে দিয়ে সভা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক মুনি বিকাশ চাকমা, অর্থ সম্পাদক কনক বরন চাকমা সহ সমিতির সদস্য সদস্যাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।               

 

প্রধান অতিথির বক্তেব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা বলেন,প্রত্যক সমিতির সুনির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। তাই লক্ষ্যকে সামনে রেখে ঐক্যতার সাথে অার্থ- সামাজিক উন্নয়নে সমিতির সকল সদস্যকে নিঃস্বার্থভাবে কাজ করা দরকার।অার স্বার্থকে যদি অাগে প্রাধান্য দেয়া হয় তাহলে সমিতির কখনো উন্নতি সাধিত হবে না। সর্বপ্রথমে নিজে থেকে সমাজ এবং রাষ্ট্রকে কিছু দেয়ার উদ্দেশ্য করে কাজে এগিয়ে অাসলে অাপনা-অাপনি সেই সুফলটা সমিতির সদস্যরা পাবে বলে তিনি মনে করেন।

 

তিনি অারো বলেন,প্রত্যেক সমিতির নীতিমালা থাকে।অার সেই নীতিমালা সমিতির সকল সদস্যর অনুসরণ করা অবশ্যই দরকার। পাশাপাশি সমিতির পরিকল্পনা মোতাবেক কাজ করলে দ্রুত উন্নয়ন করা সম্ভব।তিনি বলেন অার্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সমাজের সকল জনসাধারণের মনের উন্নয়নটা জরুরি।তাই সকল দিক বিবেচনা করে সমিতির কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি সুপরামর্শ দেন। অার সমিতির উন্নয়নের লক্ষ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে  সব ধরনের সহযোগিতা দেয়ার অাশ্বাস দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা। 

 

বিশেষ অতিথি বক্তব্যে প্রভাত বিন্দু চাকমা বলেন, একতাই হলো উন্নয়নের চাবিকাঠি। একতা না থাকলে কোনো কাজ একা বা অালাদাভাবে করা সম্ভব নয়।তাই সমিতির সকল উন্নয়নে সর্বপ্রথমে দরকার ঐক্য।অার একমাত্র সমিতির মাধ্যমে অার্থ-সামাজিক উন্নয়ন করা সম্ভব বলে তিনি মনে করেন।

 

তিনি বলেন, সমিতি হলো সকলে মিলিত হওয়ার একটি স্থান। যে স্থানে সুখ দুঃখের কথা ভাগাভাগি করার একমাত্র সুযোগ।   

          

তিনি  আরো বলেন, প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির ১ম বারের মতো বর্ষপূর্তি উদযাপন এমন মহতী উদ্যোগ এবং কার্যক্রম দেখে  অামি সত্যি বিস্মিত হয়েছি।যা না অাসলে হয়তো এই দিনটা মিস করতাম এমন মন্তব্য করেন বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা।

 

সভাপতি বক্তব্য নিরত বরন চাকমা বলেন,ঐক্যতা ছাড়া অার্থ-সামজিক উন্নয়ন করা সম্ভব নয়। তাই সমিতির উন্নয়নের জন্য  পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিঃস্বার্থভাবে সকল সদস্যকে এগিয়ে অাসার অাহ্বান জানান।তিনি এমন মহতী সময়ে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সমিতির সদস্যদের কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন।একইসাথে এমন মহতী সময় সবার মাঝে বার বার ফিরে অাসুক এ কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.   

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত