রাঙামাটিতে শীর্তাত মানুষের পাশে এসএসি-৮৯ ব্যাচের স্বজন সন্মিলন পরিষদ

Published: 02 Jan 2021   Saturday   

সারা দেশে এবছর শীত জেকে বসেছে। পাহাড়ে এবার শীত অনুভুত হচ্ছে বেশী। কষ্ট বড়েছে শ্রমজীবী দরিদ্র মানুষের। কনকনে ঠান্ডায় দূর্ভোগে অসহায় নিম্ন আয়ের মানুষ।
শীত নিবারনের নানান চেষ্টা  খেটে খাওয়া মানুষের মধ্য এক টুকরো গরম কাপড়ের আশায় প্রহর গুনছেন তারা।  



শীর্তাত এসব মানুষরে কথা চিন্তা করে এসএসসি ৮৯ ব্যাচ এর  স্বজন সন্মিলন পরিষদের বন্ধুরা। স্বজন সন্মিলন পরিষদের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ আবু সৈয়দ পরিষদের বন্ধুদের নিয়ে রাতের বেলায় ছুটে গেলেন রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায়। নতুন বছরের প্রথম দিনেই শহরের নিম্ন আয়োর মানুষদের হাতে তুলে দিলেন মীতের কম্বল। এসময় স্বজন সন্মিলন পরিষদের বন্ধু সদস্যরা তার ছিলেন।



আবু সৈয়দ বলেন,  ‘শীতে স্বল্প আয়ের মানুষের বেশী কষ্ট হয়। তাদের ঘরে শীতবস্ত্র বা কম্বল পর্যাপ্ত থাকে না। শহরে  অনেক শীর্তাত মানুষ রয়েছেন। তাদের কষ্ট আমাদরে ব্যথিত করে। তাই স্বজন স্বজন সন্মিলন পরিষদ থেকে বন্ধুরা মিলে কিছু কম্বল নিয়ে ছুটে গেছি।  আমরা সাধ্যমতো চেষ্টা করছি।

 

তিনি সবার কাছে প্রত্যাশা  রেখে বলেন, সবাই যার যার সাধ্যমতো শীর্তাত মানুষের পাশে দাঁড়ালে অসহায় মানুষগুলো দূর্ভোগ থেকে রক্ষা পাবে। করোনার এই সময়ে সবাইকে সচতেন থাকার অনুরোধ জানান তিনি । কারণ এখন সচেতন থাকটা খুব জরুরী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত