রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলার বড় তারাবুনিয়া এলাকায় চাষীদের হলুদ চাষ

Published: 02 Jan 2021   Saturday   

পার্বত্য জেলা রাঙামাটির পাহাড়ে পাহাড়ে এবারে হলুদের বাম্পার ফলন হয়েছে। তাই হলুদে ভরপুর স্থানীয় হাট-বাজারগুলো। স্থানীয় চাহিদা মিটিয়ে অন্য জেলায়ও রপ্তানি করে অর্থনৈতিকভাবে লাভজনক হচ্ছে চাষিরা। চাষিদের অর্থনৈতিকভাবে মানোন্নয়নে বিরাট ভুমিকা রাখছে পাহাড়ের এ উৎপাদিত হলুদ। নিজ জমিতে উৎপাদিত হলুদ সংগ্রহ করে বাজারে বিক্রির জন্য বাছাই করছেন রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলার বড় তারাবুনিয়া এলাকার হলুদচাষি মদন মুখি চাকমা। ছবি ও প্রতিবেদন- লিটন শীল।

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত