পানছড়িতে চেঙেখলা নােম সাহিত্য সংস্কৃতি সংগঠন উদ্বোধন

Published: 03 Jan 2021   Sunday   

রোববার খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙেখলা নামে গণ সাহিত্য, সংস্কৃতির সংগঠন উদ্বোধন করা হয়েছে।


চেঙ্গী ইউনিয়নের বনশ্রী শিশু নিকেতন হলরুমে পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারমান চন্দ্র দেব চাকমা উদ্বোধন করেন।

 

চেঙে দুয়ারের বিশিষ্ট কবি, লেখক, গীতিকার, সুরকার চিম্ময় চাকমা সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন পানছড়ি সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক ত্রিরতন চাকমা, পূজগাং সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের প্রভাষক স্মরনিকা চাকমা, পূজগাং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইন্দ্র লাল চাকমা, প্রাইমারী স্কুলে শিক্ষক বিশিষ্ট গীতিকার ও সুরকার কর্মেন প্রিয় চাকমা, চেংগী ইউনিয়নের সাবেক ভারপাপ্ত চেয়ারম্যান নব কুমার চাকমা, চাঙমা ভাষা গবেষক ও সমাজ সেবক সুমঙ্গল চাকমা প্রমূখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন কবি ও আবৃতিকার হেমা চাকমা, কবি পিংকু চাকমা,কবি অমর বিকাশ চাকমাসহ অনেক কবি ও লেখক।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত