রাজস্থলীতে অস্ত্রসহ জেএসএস কর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী

Published: 11 Jan 2021   Monday   

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও ৫ রাউন্ড গুলি সহ এক জেএসএস কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।


জানা যায়, গেল রোববার রাত আনুমানিক ১১.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উসিংমং মারমা ( ২৪) কে ১ টি চাইনিচ পিস্টল ৫ রাউন্ড গুলি ২ রাউন্ড কার্তুজ ১টি কার্তুজ বন্দুক নগদ টাকা, মোবাইল সেট ও ব্যবহারের কাপর সহ আটক করা হয়। তার বাড়ী রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের গাইন্দ্যা পাড়া বলে জানা গেছে। সে দীর্ঘদিন যাবৎ জে এস এস কর্মী হিসেবে পরিচিত। উল্লেখ্য সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসী এলাকায় আস্তানা দেওয়ার সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আরো ৫/৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী পালিয়ে যায়। আটককৃত আসামিদের রাজস্থলী থানায় সোর্পদ করা হবে। বিষয়ে রাজস্থলী থানা

 

অফিসার ইনচার্জ মফজল আহামদ খান জানান, বাঙ্গালহালিয়া ক্যাম্পের সেনা সদস্যরা একজন অস্ত্রসহ সন্ত্রাসী আটক করেছে, তারা আমাদের হস্তান্তর করলে মামলা দায়ের করে রাঙামাটি কোর্টে প্রেরন করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত