৮ দফা বাস্তবায়নসহ শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ফি মওকুফের দাবিতে রাঙামাটিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

Published: 13 Jan 2021   Wednesday   

করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ফি মওকুফসহ শিক্ষার্থীদের ৮ দফা দাবি নিয়ে বুধবার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাঙামাটি জেলা সংসদ। 

 

শহরের নিউ মার্কেটের সামনে এ মানবন্ধন কর্মসূচি চলাকালে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রান্ত রনি’র সভাপতিত্বে বক্তব্যে দেন জেলা ছাত্র ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক সুমন বড়–য়া, সদস্য সুমন চাকমা ও ছাত্র ইউনিয়ন নেত্রী রিকা চাকমা প্রমুখ। সভা সঞ্চালনা করেন করেন জেলা ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ নিউটন চাকমা।

 


কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে একই দাবিতে কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান ছাত্র ইউনিয়ন নেতারা। সমাবেশে ৮ দফা দাবি জাননো হয়। সেগুলো হলো, করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ফি মওকুফ করা। নামে-বেনামে ফি াদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা। বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণা করা। সকল বিশ^বিদ্যালয়ে সেশনজট রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা। পাঠ্য পুস্তকে সাম্প্রদায়িকরণ বন্ধকরণ। সকল বিশ^বিদ্যালয়ে বাণিজ্যিক কোর্স বন্ধ করা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদেও বহিষ্কারাদেশ প্রত্যাহার করা। অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদেও বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া।


মানববন্ধনে বক্তারা বলেন, করোনার এই সংকটকালীন সময়েও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেতন ফি’র এর পাশাপাশি নামে-বেনামে ফি আদায় করছে। অন্যদিকে শিক্ষার্থীরা যখন টিউশন ফি মওকুফের জন্য আন্দোলন করছে; তখন তাদের অন্যায়ভাবে বিশ^বিদ্যালয় প্রশাসনগুলো মামলা-হামলাসহ বহিষ্কার করছে।


বক্তারা তার তীব্র নিন্দা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত