জেলা পুষ্টি সমন্বয় কমিটির সাথে এলএসপিদের সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

Published: 16 Jun 2021   Wednesday   

পার্বত্য চট্টগ্রাম এলাকায় মা ও শিশু পুষ্টি উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে নানামূখী কার্যক্রম বাস্তবায়ন করছে ‘লীন’ প্রকল্প।  লিডারশীপ টু এনসিউর এডিকুইট নিউট্রেশন (লীন) বর্তমানে কৃষি ভেলু চেইন ও বাজার ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। পুষ্টি উন্নয়নে অগ্রাধিকার কার্যক্রম সমূহের অংশ হিসেবে ৩টি ভেলু চেইন নির্বাচিত হয়েছে।  সেগুলো হলো- শকি সবজি চাষ, পাহাড়ি জাতের মুরগি পালন ও ফল চাষ।।

 

প্রশিক্ষনের মাধ্যমে নির্বাচিত ১৬৪ জন স্থানীয় ভাবে সেবাদানকারীর (এলএসপি) দক্ষতা উন্নয়ন করা হয়েছে। তাদেরকে ব্যবসার পরিকল্পনা তৈরি, পুষ্টি সংবেদনশীল উন্নত কৃষি চাষ পদ্ধতি ও বাজারজাত করণ করা হবে। এলএসপি‘রা প্রকল্পের ধারণা অনুযায়ী ৪৯২ টি দল গঠনের মাধ্যমে ৯ হাজারের বেশি কৃষকের কাছে তাদের লব্দ জ্ঞানের বিনিময় ঘটাবে।

 

এর আগে পুষ্টি বিষয়ে কমিউনিটি সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা হয়।  খাগড়াছড়ির ৪ উপজেলায় ৪৫ টি ওমেন বিজনেস সেন্টার গড়ে তোলা হয়।  স্কুল পর্যায়ে ২৬ টি স্টুডেন্ট ব্রিগেড গঠন করে সেখানে পুষ্টি ও হাইজিন বিষয়ক চর্চার অভ্যাস গড়ে তোলা হয়। এক হাজারটির বেশি এডোলেসেন্ট ক্লাব করে সেগুলোতে কিশোরীদের পুষ্টি ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা তৈরি করা হয়।

 

প্রকল্পের এই পর্যায়ে এক হাজার ৪১৯ টি প্রদর্শনী প্লট স্থাপনে সহায়তা দিয়েছে লীন। তাতে কেঁচো কম্পোষ্ট, উন্নতজাতের সবজির উৎপাদন এবং দেশি মুরগির বাচ্চা উৎপাদন পদ্ধতি শেখানো হয়। গুইমারা, পানছড়ি ও দীঘিনালায় কলেকশন পয়েন্ট স্থাপন করা হয়েছে।।

 

প্রকল্পের আওতায় বুধবার (১৬ জুন) জেলা পুষ্টি সমন্বয় কমিটির সাথে এলএসপিদের সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা শহরের একটি আবাসিক রেস্তোরার হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্প ধারণা উপস্থাপন এবং পুরো কর্মশালা সঞ্চলনের দায়িত্ব পালন করেন লীনের জেলা টেকনিক্যাল সমন্বয়কারি হেপী দেওয়ান।

 

জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য ও কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো: মর্তূজ আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: নুরুল আবছার, দীঘিনালা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, পানছড়ি কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম, দীঘিনালা প্রাণী সমম্পদ কর্মকর্তা ডা. জহুর লাল চাকমা, মাটিরাঙ্গা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ কান্তি চাকমা, লীনের টেকনিক্যাল সমন্বয়কারি ওবায়দুর রহমান, জেলা ম্যানেজার নিখিল চাকমা।

 

এই কর্মশালায় মূলত: জেলা ও উপজেলা পর্যায়ের লাইন ডিপার্টমেন্ট এর কর্মকর্তাদের সাথে এলএসপিদের সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ বৃদ্ধিও উপর গুরুত্বারোপ করা হয়।।

 

হিলবিডি২৪/সম্পাদনা/সি,আর

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত