রাঙামাটিতে ভূমিহীন ৬২৩টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর

Published: 21 Jun 2021   Monday   

মুজিববর্ষ উপলক্ষে রাঙামাটির ১০ উপজেলায় ভুমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান দ্বিতীয় পর্যায়ে ৬২৩টি গৃহহীন ও ভুমিহীনদের মাঝে গৃহের চাবি হন্তান্তর করা হয়েছে।

 

রোববার সারাদেশে ন্যায় গৃহহীনদের এই গৃহ প্রদান কার্যক্রমের ভিডিওকনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


উদ্বোধনের পর পর রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে অনুষ্ঠিত গৃহহীনদের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠাানে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি তুলে দেন রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার।


এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, সাবেক মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান রোমান প্রমুখ।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন এলাকার মতো রাঙামাটির ১০ উপজেলায় ভুমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মান করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাঙামাটি সদর উপজেলায় ১৫৬টি, কাপ্তাই উপজেলায় ৩৫টি, রাজস্থলি উপজেলায় ১৭৭ টি, বাঘাইছড়ি উপজেলায় ৪৫টি, লংগদু উপজেলায় ৯১টি, নানিয়ারচর উপজেলায় ৩টি, জুরাছরি উপজেলায় ১০টি, বিলাইছড়িতে ৩৭টি এবং কাউখালীতে ৬৯টি।
--হিলবিডি/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত