খাগড়াছড়িতে ২৪ ঘন্টার ব্যবধানে করোনায় আরো এক নারীর মৃত্যু

Published: 07 Jul 2021   Wednesday   

খাগড়াছড়িতে ২৪ ঘন্টার ব্যবধানে করোনা ভাইরাসে আক্রান্ত আরো এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাঁর নাম জামিনা খাতুন(৮০)।

 

বুধবার সকাল ১০টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার ভুইয়া পাড়ার নিজ বাড়ীতে তিনি মারা যান। এ নিয়ে জেলায় মোট ১০জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত জামিনা খাতুন মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের ভুইয়াপাড়া এলাকার মৃত নুর মিয়া সর্দারের স্ত্রী। নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন। জেলায় এ পর্যন্ত সন্দেহজন রোগীর মৃত্যু হয়েছে ৩৯ জনের। এর আগে গত কাল মঙ্গলবার করোনয় আক্রান্ত হয়ে সূর্য় বানু নামে  এক নারী খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

জানা যায়, গত শনিবার (৩ জুলাই) জামিনা খাতুনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে নিজ বাড়ীতে নিয়ে আসা হয়। আনার পরে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। এদিকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় কবর স্থানে দাফনের উদ্যোগ নিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ অর্ণব চাকমা জানান জামিলা খাতুনের করোনা পজেটিভ এসেছে। তার অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসারা জন্য চট্টগ্রাম মেডিকেে প্রেরন করা হলে তার আত্মীরা চট্টগ্রাম না নিয়ে বাসায় নিয়ে গেলে তার বাসায় মৃত্যু হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ফারজানা আক্তার ববি বলেন, করোনায় আক্রান্ত হওয়ায় ওই নারীর দাফনের সব ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়েছে। একই সাথে নিহত পরিবারের সকল সদস্যের করোনা পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।

এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরো ৪৩ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এই নিয়ে চলতি মাসে মোট ২শ ৪৯ জনের করোনা সনাক্ত হলো। সব মিলেয়ে সনাক্তের সংখ্যা ১ হাজার ৪ শ ৯জন। এখন পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। এবং করোনা সন্দেহজনক ৩৯জন রোগীর মৃত্যু হয়েছে।


---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত