বাঘাইছড়িতে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে সওজের নোটিশ

Published: 07 Jul 2021   Wednesday   

রাঙামাটির বাঘাইছড়িতে  সড়ক ও জনপদ বিভাগের জমিতে অবৈধ ভাবে গড়ে উঠা অর্ধশতাধিক  দোকান ও স্থাপনা সরিয়ে নিতে এবার নির্দেশনা দিয়েছে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

 

বাঘাইছড়ি পৌরসভার চৌমুহনী শাপলা চত্বরে সড়কের দুই পাশে গড়ে উঠা অর্ধশতাধিক দোকান মালিককে আগামী এক সাপ্তাহের মধ্যে তাদের স্থাপনা সরিয়ে নিতে মৌখিক নির্দেশনা দিয়েছে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ।  ৭ জুলাই বুধবার দুপুরে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রোকৌশলী সবুজ চাকমার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই নোটিশ ও মৌখিক নির্দেশনা প্রদান করেন। নোটিশে বলা হয় আগামী সাত দিনের মধ্যে নিজ দায়িত্বে এসব অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে সড়ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ও নির্বাহী মেজিষ্ট্রেটের সহায়তায় বল্ডোজারের সাহায্যে সকল স্থাপনা গুড়িয়ে দেয়া হবে এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি স্থাপনা উচ্ছেদ খরচও আদায় করা হবে।

 

সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রোকৌশলী সবুজ চাকমা বলেন নতুন সেতু তৈরি ও সড়ক বর্ধিত করার জন্য সড়কের এসব জমি অনতিবিলম্বে উদ্ধার করা হবে, আমরা এখন নোটিশ দিয়ে সতর্ক করছি এতে কাজ না হলে আইন প্রোয়োগ করবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন সড়কের উপর অনেক অবৈধ স্থাপনা আছে সড়ক বিভাগ সহযোগীতা  চাইলে সহায়তা করা হবে। 

--সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত