নব গঠিত রাঙামাটি প্রেস ক্লাবের বিলুপ্তি ঘোষনা

Published: 06 Aug 2021   Friday   

নব গঠিত রাঙামাটি প্রেস ক্লাবের বিলুপ্তি বিলুপ্তি ঘোষনা ‍করা হয়েছে। শনিবার  নব গঠিত প্রেস ক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারন সম্পাদক নন্দন দেবনাথসহ অন্যান্য সদস্যরা পুরাতন রাঙামাটি প্রেস ক্লাবে গিয়ে  শুভেচ্ছা বিনিময় করে এই সংগঠনের বিলুপ্তি ঘোষনা দিয়ে পুরাতন প্রেস ক্লাবের সাথে সংহতি প্রকাশ করেন।  বিলুপ্তি ঘোষনার পর পর আয়োজিত মতবিনিময় সভায় রাঙামাটির সাংবাদিক নেতারা সকল ভেদাভেদ ভুলে  গিয়েএকসাথে পথচলায় একমত পোষন করছেন। 
 

রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় এসময় পুরাতন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক আনোয়ার আল হক,নব গঠিত প্রেস ক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারন সম্পাদক নন্দন দেবনাথ সাংবাদিক মোহাম্মদ আলী, অলি আহমেদ, ফজলুর রহমান রাজন, কামাল উদ্দীন, হেফাজত উল বারী সবুজ, মনসুর আহমেদ, শান্তিমময় চাকমা, উড়াল মনি চাকমা হিমেল, মোঃ হান্নান, আলমগীর মানিক, ফাতেমা জান্নাত মুমু, সাধন বিকাশ চাকমা ও জিয়াউর রহমান জুয়েল প্রমুখ বক্তব্যে দেন।

 

সংক্ষিপ্ত মত বিনিমময় সভায় পুরাতন প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল বলেন, সাংবাদিকরা বুদ্ধিভিত্তিক পেশায় জড়িত, তারা নিজেরা নিজেদের মর্যাদা ভালোভাবেই বুঝে। আমাদের বিষয় আমরা নিজেদের উদ্যোগে সমাধান করে আজ প্রমাণ করতে পেরেছি যে, সাংবাদিকরা প্রকৃতপক্ষে বাস্তববাদী।

 

বিলুপ্তি হওয়া নব গঠিত রাঙামাটি প্রেস ক্লাবের সভাতি সুশীল প্রসাদ চাকমা বলেন, সাংবাদিকরা সকলেই পরস্পরের ভাই, ঐক্যের উদ্দেশ্য নিয়েই আমরা নতুন একটি প্রেসক্লাব গঠন করেছিলাম। কিন্তু ইতোমধ্যে রাঙামাটি প্রেসক্লাব নতুন করে ১৬ জন সাংবাদিককে প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করে উদারতার পরিচয় দিয়েছে। আমরা আশাকরি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


তিনি বলেন, রাঙামাটির সাংবাদিক সমাজ এখন নতুন করে আবারও ঐক্যবদ্ধ হয়েছে, তাই একই নামে রাঙামাটিতে আর একটি প্রেসক্লাব রাখার আর কোনো প্রয়োজনীয়তা বা যৌক্তিকতা নেই। বক্তব্যে তিনি নতুন প্রেসক্লাব বিলুপ্ত করার ঘোষণা দিয়ে বলেন, আমরা এখন থেকে পারস্পরিক ভেদাভেদ ভুলে একসাথে পথ চলবো। এবং তৃতীয় কেউ যাতে সাংবাদিকদের ঐক্য বিনষ্ট করতে না পারে সেদিকে লক্ষ রাখবো।

বিলুপ্তি হওয়া নব গঠিত রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ বলেন, আমরা চাইনা সাংবাদিকদের মাঝে কোনো অন্তর্কোন্দল থাকুক। সবভুলে আমরা আগের মতই সৌহার্দপূর্ণ পরিবেশে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করে যাওয়ার  আশা ব্ঘোযক্ষত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : [email protected]
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত