গণটিকা প্রদানে হেলিকপ্টারযোগে দূর্গম বড়থলি ইউনিয়নে মেডিকেল টিম

Published: 10 Aug 2021   Tuesday   

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দূর্গম ৪নং বড়থলি ইউনিয়নে গণটিকা কার্যক্রমের লক্ষে মঙ্গলবার হেলিকপ্টারযোগে মেডিকেল টিম পৌছানো হয়েছে। ওই ইউনিয়নে ৬শজনকে গনটিকা প্রদান করা হবে।


জানা গেছে, দূর্ভোগ ও দূর্গম এলাকার কথা চিন্তা করে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, জেলা প্রশাসন এবং সেনাবাহিনীর সহযোগিতায় সরকারের গণটিকা কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার সকালের দিকে বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো মিজানুর রহমানসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের চার সদস্যর একটি মেডিকেল টিম কাপ্তাই উপজেলার বিদ্যুৎ উৎপাদন এলাকার হেলিপ্যাড থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে বিলাইছড়ির বড়থলি ইউনিয়নে পৌছায়। মেডিকেল টিমকে নেতৃত্ব দিচ্ছেন বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা। প্রথমবারের মতো বিলাইছড়ি উপজেলার কোন নির্বাহী কর্মকর্তার এই ইউনিয়ন পরিদর্শনে গেলেন।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রশ্মি চাকমা জানান, ফারুয়া ইউনিয়নে গণটিকার প্রথম ডোজ দেয়া হলেও দুর্গমতার কারণে বড়থলি ইউনিয়নে টিকা দেয়া সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে দূর্গম বড়থলি ইউনিয়নে ৬শ জনকে এই গণটিকা প্রদান করা হবে। টিকাদান কার্যক্রমের পাশাপাশি বিলাইছড়ি স্বাস্থ্য বিভাগ হতে চিকিৎসা সেবা এবং ইপিআই কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সামগ্রীও নিয়ে যাওয়া হচ্ছে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান।


বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান জানান, ইতিপূর্বে বড়থলি ইউনিয়নের মানুষের সুবিধা অসুবিধা সচে দেখার জন্য ও ইউনিয়নের প্রকল্প সমুহ সরজমিন পরিদর্শনের জন্য একাধিক বার উদ্যোগ নেয়া হলেও দূর্গমতা এবং নিরাপত্তাসহ বিভিন্ন কারনে সেখানে যাওয়া সম্ভব হয়নি।


খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানসহ সেনাবাহিনীর বিশেষ উদ্যোগের কারণে গণটিকাদান কার্যক্রম সফল করার জন্য প্রথমবারের মতো এই ইউনিয়নে যেতে পারছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত