উপজলা পর্যায়ে পুষ্টিকার্যক্রমে বাজেট বিশ্লেষন বিষয়ক কর্মশালা অনুষ্টিত

Published: 18 Aug 2021   Wednesday   

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পর্যায়ে পুষ্টি কার্যক্রম বিষয়ক বাজেট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৮ আগস্ট) সকালে দীঘিনালা উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

 

কর্মশালায় লিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুনয়ন চাকমার সঞ্চালনায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ সভাপতিত্বে অন্যান্যর  মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তাডা: তনয় তালুকদার।

 

কর্মশালায় স্বাগত বক্তব্যে কমিটির সদস্য সচিব ও  উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার উপজেলার পুষ্টি ও স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরেন এবং প্রত্যেক সদস্য স্ব স্ব বিভাগের কার্যক্রমে পুষ্টিবিষয় অন্তভর্’ক্ত করে পরিকল্পনা করা এবং বাজেট বরাদ্দ আহŸান জানান।

 

কমিটির সদস্য ডা: জওহরলাল চাকমা বলেন, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি সমন্বিত ভাবে পরিকল্পনা গ্রহন করে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করলে অনেকাংশে পুষ্টির দুর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি  উল্লাহ সকল সদস্যকে পুষ্টিকার্যক্রমে অংশ নিয়ে পুষ্টি কার্যক্রম এগিয়ে নেওয়ার আহবান জানান। এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত