কাপ্তাইয়ে চিৎমরমে আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা

Published: 17 Oct 2021   Sunday   

রাঙামাটির কাপ্তাই উপজেলায় আওয়ামী লীগের চিৎমরম ইউপির চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। তার নাম নেথোয়াই মারমা(৫৬)। শনিবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।


পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়নের এবারের ইউপি নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান পদপ্রার্থী নেথোয়াই মারমার বাড়িতে ঢুকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এই হত্যাকান্ডের ঘটনায় পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে নিহতের শরীরে ৩টি গুলি লাগে বলে পুলিশ জানায়। দুপুরে নিহত নেথোয়াই মারমার লাশ রাঙামাটি হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত শেষে নেথোয়াই মারমার লাশ তার ছেলের হাতে হস্তান্তর করা হয়েছে। নিহত নেথোয়াই মারমার লাশ দেখতে হাসপাতালে যান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরীসহ ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ অন্যান্য নেতা কর্মীরা।


এদিকে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য অঞ্চলের অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সাধারণ জনগনকে ঐক্যবদ্ধ ও সেনাবাহিনীকে অস্ত্রধারীদের বিরুদ্ধে অপারেশন উত্তোরন জোরদার করার আহবান জানিয়েছেন।

 

বিবৃতিতে তিনি আরো বলেন. সেনাবাহিনী দেশ ও জাতির গর্ব ইতিপূর্বে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তাদের তৎপরতার কারণে কিছুদিন পার্বত্য অঞ্চলে হত্যাযজ্ঞের মত সন্ত্রাসী কার্যক্রম কিছুটা বন্ধ ছিল নতুন করে ইউপি নির্বাচনকে ঘিরে আবারো আঞ্চলিক দলের সন্ত্রাসীরা হত্যাযজ্ঞে নেমে তারা কাপ্তাই চিৎমরম ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী নে থোয়াই মারমকে হত্যা করেছে। তিনি অবৈধ অস্ত্র ও অস্ত্রধারীদের দমন করতে অপারেশন উত্তরণের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের শান্তি ফিরিয়ে আনতে সেনাবাহিনীর প্রতি আহবান জানান।


অতিরিক্ত জেলা পুলিশ সুপার মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চন্দ্রঘোনা থানা পুলিশ রাতে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে দুপুরে রাঙ্গামাটি হাসপাতাল মর্গে আনা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের পর নেথোয়াই মারমার লাশ তার ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এই ব্যাপারে কেউ চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করতে আসেনি।


উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ছিলেন। গত মঙ্গলবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বারীত এক পত্রে কাপ্তাইয়ের ৪ টি ইউনিয়নের নৌকার প্রার্থীদের নাম ঘোষনা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত