রাঙামাটির বরকল উপজেলা প্রেস ক্লাব থেকে অর্থ সম্পাদক শান্তি ময় চাকমা, সদস্য পলাশ চাকমা ও নিরত বরণ চাকমাকে বহিস্কার করা হয়েছে। দীর্ঘ দিনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করে সংগঠন পরিপন্থী কাজে লিপ্ত থাকায় তাদের বহিস্কার করা হয়েছে।
বুধবার বকরল প্রেস ক্লাবের সভাপতি বিহারী চাকমা ও সাধারন সম্পাদক উচিংছা রাখাইনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই বহিস্কারের কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বরকল প্রেস ক্লাবের অর্থ সম্পাদক শান্তি ময় চাকমা, সদস্য পলাশ চাকমা ও নিরত বরণ চাকমা প্রেস ক্লাবের দীর্ঘ দিনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করে সংগঠন পরিপন্থী কাজে লিপ্ত। তাই তাদের তিনজনকে বরকল প্রেস ক্লাব থেকে বহিস্কার করা হয়েছে। এই বহিস্কারাদেশ গেল ১৮ অক্টোবর থেকে কার্যকর করা হয়েছে।
--প্রেস বিঁজ্ঞপ্তি।