রাঙামাটিতে মাস ব্যাপী বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব শুরু

Published: 21 Oct 2021   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটিতে আসামবস্তী বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠানের মধ্য দিয়ে মাস ব্যাপী শুরু হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবর দান উৎসব।

 

বৌদ্ধ ভিক্ষুরা তিন মাস বর্ষাবাসের শেষ দিনে প্রবারণা পূর্নিমা উৎসব পালনের পর দিন থেকে দীর্ঘ একমাস ধরে বিভিন্ন বৌদ্ধ মন্দিরে এক মাস ব্যাপী ধারাবাহিকভাবে চলে দানোত্তম কঠিন চীবর দান উৎসব।


বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার বিহার প্রাঙ্গনে রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার উদ্যোগে ২২তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। পার্বত্য ভিক্ষু সংঘের রাঙ্গামাটি পৌর শাখার সভাপতি ভদন্ত ধর্মকৃর্তি মহাথেরোর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরী। ধর্মসভায় পূর্ণার্থীদের উদ্দেশে প্রধান ধর্মদেশক হিসেবে ধর্মাপোদেশ দেন চট্টগ্রামের পাঁচখাইন শান্তি নিকুঞ্জ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ ড. প্রিয়দর্শী মহাথের। ধর্মদেশনা দেন আসামবস্তি ধর্মচক্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ পাঞ্ঞা বংশ মহাথেরো। পবিত্র মঙ্গলাচরণ পাঠ করেন বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ করুনাপাল ভিক্ষু।  ধর্ম সভা শেষে পূর্নাথীরা ভিক্ষু সংঘের উদ্দেশ্য চীবর দান করেন। 

 

দিন ব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে শত শত পুর্ণাথী অংশ নেন। এর আগে সকালের দিকে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, বুদ্ধ পূজাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত