কুমিল্লা,পীরগঞ্জসহ নানান স্থানে হামলকারীদের শাস্তিতে রাঙামাটিতে পিসিপিসহ চার সংগঠনের বিক্ষোভ

Published: 23 Oct 2021   Saturday   

কুমিল্লা ও রংপুরের পীরগঞ্জসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারী দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার রাঙামাটির কুতুকছড়িতে বিােভ প্রদর্শন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড় ছাত্র পরিষদসহ চারটি সংগঠন।

 

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড় ছাত্র পরিষদের জেলা শাখার দপ্তর সম্পাদক ঝিমিত চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, কুতুকছড়ি ইউনিয়ন এলাকায় আয়োজিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড় ছাত্র পরিষদ,গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ধর্মশিং চাকমা। বক্তব্য রাখেন  পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক তনুময় চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সদস্য রিতি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের জেলা ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক লিলা চাকমা।

 

সমাবেশে বক্তরা সমাবেশে বক্তরা বলেন, বর্তমান মতাসীন আওয়ামী লীগ সরকার দেশের সংখ্যালঘু স¤প্রদায়ের নিরাপত্তা দিতে বার বার ব্যর্থতার প্রমান দিচ্ছে। দেশে সংখ্যালঘু জাতির মানুষরা প্রতিনিয়ত নিপীড়ন-নির্যাতনসহ নানা বঞ্চনার হচ্ছে। এ সরকার সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখে দেশটাকে একটি ইসলামিক দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। যা সম্প্রতি কুমিল্লা, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গার হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় পূজা মন্ডপ-মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট তারই প্রমাণ বহন করে।

 

বক্তারা অবিলম্বে হিন্দু সম্প্রদায়ের উপর সা¤প্রদায়িক হামলারী ও তাদের মদদদাতাদের গ্রেফতারপূর্বক উপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি, পার্বত্য চট্টগ্রামে ঘটে যাওয়া সকল সম্প্রদায়িক হামলার বিচার এবং পাহাড় ও সমতলে বসবাসকারী সকল সংখ্যালঘু জাতি ও জনগণের নিরাপত্তার সুনিশ্চিত করার দাবি জানান।

--প্রেস বিজ্ঞপ্তি।

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত