খাগড়াছড়িতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিএমএ এর মানববন্ধন

Published: 24 Oct 2021   Sunday   

দেশে সাম্প্রতিক সময়ে মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর, সনাতন ধর্মালম্বীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামালা অগ্নিসংযোগের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) খাগড়াছড়ি জেলা শাখা মানববন্ধন করেছে। রবিবার সকাল ১১ টায় খাগড়াছড়ি জেলা আধুনিক হাসপাতালের সামনে এই কর্মসূচি পালিত হয়।

বিএমএ খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি ডা. সুভাষ বসু চাকমার পরিচালনায় এসময় বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ। মানববন্ধনে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মিটন চাকমাসহ জেলা সদরের অধিকাংশ চিকিৎসকগণ অংশ নেন।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

এসময় বক্তারা বলেন, আজ থেকে পঞ্চাশ বছর আগে এদেশের স্বাধীনতার জন্য সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেছিল বলে বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীনতা অর্জন করে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো এদেশ সোনার বাংলা হবে। যেখানে ধর্মীয় সম্প্রীতি ও সৌহাদ্যের পরিবেশ বজায় থাকবে। কিন্তু কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রে এ দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। এই কুচক্রীদের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। বক্তারা সাম্প্রতিক সময়ে মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানানো হয়। এবং এসব ঘটনায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করার দাবী জানান বক্তারা। একি সাথে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও দাবী করা হয়।


উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত