রাঙামাটিতে জাতীয় যুব দিবস উদযাপিত

Published: 01 Nov 2021   Monday   

“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে সোমবার রাঙামাটিতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

 

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী’র সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর এর আহবায়ক ও  জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা,  জেলা পরিষদ সদস অংসুছাইন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: শাহিদুল ইসলাম প্রমুখ।  আলোচনা সভা শেষে যুব ঋণের চেক ও প্রশিণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে একমাত্র দেশের যুব সমাজ। পরিবার, সমাজ, দেশ ও জাতির জন্য যুব সমাজ একটি বিরাট সম্পদ। এই সম্পদকে যাতে প্রকৃত সম্পদ হিসেবে গড়ে তোলা যায় তার জন্য সরকার, যুব উন্নয়ন অধিদপ্তর এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করবে। যুব সমাজকে নিয়ে সরকারের মহাপরিকল্পনা আছে যাতে আর কোন যুবক যুবতী বেকার না থাকে এবং সমাজের জন্য বোঝা না হয়। সেই লক্ষে যুব সমাজকে কারিগরীভাবে প্রশিক্ষিত এবং সম্পদে পরিণত করে কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে অগ্রণী ভূমিকা রাখার জন্য তিনি আহ্বান জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত