ধামাইছড়া পরীচুগ বনবিহারে দুদিন ব্যাপী কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

Published: 01 Nov 2021   Monday   

রাঙামাটির ধামাইছড়া পরীচুগ বনবিহাওে সোমবার দুই দিন ব্যাপী বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

রাঙামাটির সদর উপজেলার বন্দুক ভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়া পরীচুগ বনবিহার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন মহাসাধক বনভান্তের অন্যতম শিষ্য  শ্রীমৎ নন্দপাল মহাস্থবির। অনুণ্ঠানে আরো ধর্মদেশনা দেন, দীঘিনালা বনবিহারের আবাসিক সিনিয়র ভিক্ষু শ্রীমৎ শুভবর্ধন মহাস্থবির, দীঘিনালা বনবিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ দেবধাম্মা মহাস্থবির, দীঘিনালা বনবিহার অধ্য শ্রীমৎ প্রিয়ানন্দ মহাস্থবির, পরীচুগ বনবিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ রেবত ভিক্ষুসহ অন্যান্য প্রমূখ। অনুষ্ঠানে পঞ্চশীল পাঠ করেন নিরু চাকমা। বিশ্ব শান্তি মঙ্গল প্রার্থনায় বিশেষ প্রার্থনা পাঠ করেন এন্টি  চাকমা।  বক্তব্য রাখেন ৫নং বন্দুক ভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরুন কান্তি চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি প্রসন্ন কুমার চাকমা।

 

এর আগে  সকালের বুদ্ধপুজা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, সুত্রপাঠসহ নানাবিধ দান করা হয়। শেষদিন গতকাল দুপরের দিকে ২৪ ঘন্টার মধ্যে তৈরিকৃত কঠিন চীবর(রং বস্ত্র)  উপস্থিত ভিক্ষু সংঘর কাছে হস্তান্তর করা হয়।  অনুষ্ঠানে শত শত পূর্নাথী অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত