পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে-সিনিয়র স্বাস্থ্য সচিব

Published: 06 Nov 2021   Saturday   

পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। তিনি বলেন, সরকার স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ৪ হাজার চিকিৎসক ও ৮ হাজার নার্স নিয়োগ দিয়েছে। আগামীতে আরো নিয়োগ দেওয়া হবে।

 

শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য সেবার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শিল্পী রাণী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসাসহ রাঙামাটির দশ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত