রাঙামাটিতে ১৫ দিনব্যাপী হস্তশিল্প বুনন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ

Published: 07 Nov 2021   Sunday   

রাঙমাটিতে ১৫ দিন ব্যাপী হস্তশিল্প বুনন প্রশিক্ষণ কোর্স  রোববার  শেষ হয়েছে। 
 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, ও ক্ষুদ্র নৃগোষ্টির সাংস্কৃতিক ইনস্টিটিউট বাস্তবায়নে  ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সনদপত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য  রেমলিয়ানা পাংখোয়া।   ক্ষুদ্র নৃ গোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক (ভাঃ) রুনেল চাকমা`র সভাপতিত্বে  বিশেষ অতিথি  ছিলেন  সাংস্কৃতিক সংগঠন সুর নিকেতনের সভাপতি মনোজ বাহাদুর গুর্খা, প্রশিক্ষনের প্রধান প্রশিক্ষক মিঃ বাবলু , হিল ই-কমার্স সোসাইটির এ্যাডমিন মনি, ই-কমার্স ফোরামের উদ্যেক্তা ত্রিশিলা চাকমা।  ১৫দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে রাঙামাটি ও খাগড়াছড়ির  বিভিন্ন এলাকার ২০ জন প্রশিনার্থী অংশ গ্রহণ করেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। তাই প্রশিক্ষন থেকে যেসব অভিজ্ঞতা অর্জন করেছো তাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।  এ ধরনের প্রশিক্ষনে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন নৃগোষ্ঠীদের সম্পৃক্ত করা গেলে তাদের স্ব স্ব জাতির ব্যাবহার্য  হস্তশিল্প গুলো তৈরি করে  ঐতিহ্য রক্ষার পাশাপাশি বানিজ্যকভাবে সম্প্রসারন করা সম্ভব। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 
 
 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত