রাঙামাটির বালুখালী ইউনিয়নের মারমা সম্প্রদায়ের মহাশ্মশান দখলের প্রতিবাদে মানববন্ধন

Published: 09 Nov 2021   Tuesday   

রাঙামাটির বালুখালী ইউনিয়নের মারমা সম্প্রদায়ের মহাশ্মশান দখলের প্রতিবাদে আজ মঙ্গলবার মানববন্ধন  কর্মসূচি  পালন  করেছে স্থানীয় মারমা সম্প্রদায়ের লোকজন ও বালুখালী এলাকাবাসীর। 

 

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্যে দেন রাঙামাটি মারমা সাংস্কৃতিক সংস্থা মাসাসের নেতা হাপ্রæ মারমা সাইন, ঘাতক দালাল নির্মুল কমিটির সদস্য সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী, বালুখালী মার্মা পাড়ার কার্বারী অংচাই কার্বারী প্রমুখ। মানববন্ধনে বালুখালী মারমা সম্প্রদায়ের নারী পুরুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, রাঙামাটির বালুখালী ইউনিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মারমা সম্প্রদায়ের একটি মাত্র মহাশ্মশান রয়েছে। কিন্তু ভূমি দস্যু একটি কুচক্রী মহল এই মহাশ্মশানটি দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। বক্তারা মারমা সম্প্রদায়ের এই মহাশ্মশানটি দখলের হাত থেকে পুণঃ উদ্ধার জন্য জেলা প্রশাসনের কাছে দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত