রাঙামাটিতে শিশু সুরক্ষা বিষয়ক দিনব্যাপি ওরিয়েন্টেশন

Published: 15 Nov 2021   Monday   

সোমবার রাঙামাটিতে ‘টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে’র আয়োজনে শিশু সুরক্ষা বিষয়ক দিনব্যাপি এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে  সমাজসেবা বিভাগের আহ্বায়ক এবং জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

 

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে’র প্রকল্প পরিচালক এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ইফতেকার আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক, ইউনিসেফ এর প্রোগ্রাম অফিসার ইলা চৌধুরী, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে’র প্রকল্প ব্যবস্থাপক নিলুফা নাজনীন, সমাজসেবা বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও টেকসই সামাজিক উন্নয়ন প্রকল্পের জেলা  ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।  

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী বলেন, শিশুরা আগামী দিনের নাগরিক। শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল বিষয়ে সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রকল্পের জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের প্রকল্পের গতানুগতিক কর্মসূচির পাশাপাশি নিজ উদ্যোগে শিশুদের অধিকার রক্ষায় সচেতনতামূলক কাজে অংশ নিতে হবে।

 

তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির পুরোভাগে আছে শিশু এবং নারীরা। এসব দিক বিবেচনায় আগামী দিনগুলোতে শিশুরা যাতে নিরাপদ ভবিষ্যত পায় সে বিষয়ে সকলকে লক্ষ্য রাখার আহŸান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত