রাঙামাটিতে মন্ত্রী পরিষদ বিভাগের কর্মকর্তাদের ৫দিনের সঞ্জীবনী প্রশিক্ষণ শুরু

Published: 20 Nov 2021   Saturday   

রাঙামাটিতে মন্ত্রী পরিষদ বিভাগের ১০তম গ্রেডের কর্মকর্তাদের নিয়ে শনিবার থেকে ৫দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

 

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের সম্মেলন কক্ষে মন্ত্রী পরিষদ বিভাগের আয়োজনে ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনায় প্রশিণ কোর্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ।

 

রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রীপরিষদ বিভাগের উপ-সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। মন্ত্রীপরিষদ বিভাগের কর্মকর্তাদের ৫দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণে ২৮জন কর্মকর্তা অংশ গ্রহন করেছেন।

 

প্রশিণ কোর্সের উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান সঞ্জীবনী প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের সাফল্য কামনা করে রাষ্ট্রের কল্যাণে সকলকে কাজ করে যাওয়ার আহব্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত