খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

Published: 22 Nov 2021   Monday   

বেগম খালেদা জিয়া মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে কেন্দ্র ঘোষিত অংশ হিসেবে  রাঙামাটিতে মঙ্গলবার জেলা বিএনপি  বিক্ষোভ-সমাবেশ করেছে।

 

দলীয় কার্যালয়ের সামনে বিােভ সমাবেশে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।


সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক দীপন তালুকদার দিপু, বিএনপি নেতা এডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপি`র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, ছাত্রদলের সভাপতি মোঃ সাব্বির প্রমুখ। এসময় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সমাবেশে বক্তারা স্বৈরাচারী সরকারকে বক্তব্য দিয়ে নয় আন্দোলনের মাধ্যমে মতা থেকে টেনে নামাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহŸান জানান। বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় পার্বত্য অঞ্চল থেকেই দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : [email protected]
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত