পাহাড়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলকে ঐক্য থাকাতে হবে-দীপংকর তালুকদার

Published: 26 Nov 2021   Friday   

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িকতার বিষবাষ্প যেনো কেউ ছড়াতে না পারে উল্লেখ্য করে মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টানসহ সকল সম্প্রদায়ের সাধারণ জনগণকে ঐক্য থাকার আহব্বান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 

শুক্রবার রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি মুখ নবজ্যোতি মনোরম বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ প্রয়াত শ্রীমৎ মিলন মিত্র মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া পুন্যানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

 

তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক চেতনায় প্রত্যেকে যেন তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে উদযাপন করতে পারে ও বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনায় সুন্দর পরিবেশে সৃষ্টির লক্ষে বর্তমান সরকার আন্তরিক।

 

তিনি বলেন, ধর্ম মানুষকে সঠিক পথ দেখায়। সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদক-অস্ত্র এসব নিত্যনৈমিত্তিক ব্যাপার থেকে মানুষকে দুরে রাখে। আর এসরের পথ দেখিয়েছেন ভদন্ত মিলন মিত্র মহাথেরো। তিনি প্রয়াত ভদন্ত মিলন মিত্র মহাথেরোর সদগতি, মঙ্গল ও অন্তিমে নির্বাণলাভের কামনা করেন।

 

উপজেলার উগলছড়ি মুখের বটতালার মাঠ প্রাঙ্গনে আয়োজিত পুন্যানুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাঘাইছড়ি উপজেলার সভাপতি ভদন্ত কল্যাণ মিত্র মহাথেরো। বক্তব্যে দেন  শিজক সুখ সার্বনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলভদ্র মহাথের, রাঙামাটি মৈত্রী বিহারের ত্রিপিটক বিশারদ পাঞঞাদীপা মহাথের, পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় সাবেক সভাপতি ভদন্ত সুমনালংকার সভাপতিত্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, রাঙামাটি জেলার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি আভিলাষ তঞ্চঙ্গ্যা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিহারে পুজনীয় ভিু সংঘ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী সহ শত শত দায়ক দায়িকা অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত