রাবিপ্রবির স্নাতক (সম্মান)/ স্নাতক (ইঞ্জিনিয়ারিং) ১ম বর্ষে ভর্তির অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু

Published: 05 Dec 2021   Sunday   

রোববার থেকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(রাবিপ্রবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান)/ স্নাতক (ইঞ্জিনিয়ারিং) ১ম বর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

 

আগামী ২০ ডিসেম্বর ২০২১খ্রিঃ তারিখ দিবাগত রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত রাঙমাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করা যাবে। অনলাইন আবেদনের লিংকঃ www.admission.rmstu.edu.bd.

 

শুধুমাত্র জিএসটি (GST- General, Science and Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী উত্তীর্ণ শিক্ষার্থীরা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

 

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদভুক্ত পাঁচটি বিভাগ- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০ টি আসন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ২৫ টি, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগে ২৫ টি আসন, ম্যানেজমেন্ট বিভাগে ৫০ টি আসন এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ২৫ টি আসন রয়েছে। 

--প্রেস বিজ্ঞপ্তি। 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত