পার্বত্য চুক্তির দুইযুগ পূর্তিতে রাঙামাটিতে দীপংকর তালুকদার এমপিকে সংবর্ধনা

Published: 11 Dec 2021   Saturday   

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির দুই যুগ পূর্তি উপলে শনিবার স্থানীয় সাংসদ দীপংকর তালুকদারকে সম্মিলিত পেশাজীবি সংগঠনের প থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।


রাঙামাটি চেম্বার্স অব কমার্সের সম্মেলন কে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। রাঙামাটি চেম্বার্স অব কমার্সের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদেও সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, রাঙামাটি প্রেস কাবের সাবেক সভাপতি একেএম মকছুদ আহমদ, রাঙামাটি ব্যবসায়ী প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুন্না, রাঙামাটি আসবাবপত্র সমবায় সমিতির সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিন পিয়ারু প্রমূখ।


সভায় অতিথিরা পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ে সুবাতাস ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।


সংবর্ধিত অতিথির বক্তব্যে অতিথি দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য শান্তি চুক্তি বাংলাদেশ আওয়ামীলীগের জন্য একটি অনন্য অর্জন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়ের সমস্যা রাজনৈতিক ভাবে সমাধানের জন্য ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হয়। যার সুফল এখন পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায় ভোগ করছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত