রাঙামাটিতে নিন্ম আয়ের মানুষের জন্য এক টাকার ভাসমান বাজার অনুষ্ঠিত

Published: 11 Dec 2021   Saturday   

শনিবার রাঙামাটিতে হত দরিদ্র ও নিন্ম আয়ের মানুষের জন্য ব্যতিক্রমধর্মী এক টাকার ভাসমান বাজার অনুষ্ঠিত হয়েছে।স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় ও সেনাবাহিনীর উদ্যোগে রাঙামাটি সদরের শুভলং বাজার এলাকায় কাপ্তাই হ্রদের উপর এ ভাসমান বাজার পরিচালিত হয়।


রাঙামাটি সদর জোনের ব্যবস্থাপনায় এক টাকার ভাসমান বাজার উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান। এ সময় রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেনেন্ট কর্ণেল আশিকুর রহমান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এক টাকার বাজারে হত দরিদ্র নিন্ম আয়ের মানুষ মাত্র এক টাকা দিয়ে চাল, ডাল, তেল, আটা, লবনসহ বিভিন্ন নিত্যপন্য ও বিনামূল্য ৮ প্রকারের নিত্যব্যবহায্য সামগ্রী ইচেছ মতো বাছাই করে নিয়েছে।


পার্বত্য দূর্গম এলাকায় এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবসী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত