শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল

Published: 19 Nov 2025   Wednesday   

জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘন্টার হরতাল ডেকেছে কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ।

বুধবার বিকালে শহরের বনরূপায় একটি রেস্তোরাঁয় জরুরী সংবাদ সম্মেলনের মাধ্যমে  এ হরতাল কর্মসুচির ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থী ইব্রাহিম রুবেল। এসময় বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা মো. রাকিব হাসান ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নুরুল আলম।

সংবাদ সন্মেলনে বলা হয়, আন্দোলনের মুখে স্থগিত করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ আগামী ২১ নভেম্বর ঘোষণা দেয় হয়েছে। এই পরীক্ষাকে সামনে রেখে নানা অসঙ্গতি আর অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বন্ধে বিভিন্ন কর্মসুচি পালন করছে আন্দোলনকারীরা। মঙ্গলবার জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ৮ দফা দাবি জানিয়ে স্মারকলিপি ও ২৪ ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। কিন্তু জেলা পরিষদের তরফে কোন পদক্ষেপ না আসায় এই হরতাল কর্মসুচি ঘোষণা করেছে সংগঠনটি।  হরতালে আইনশৃঙ্খলা বাহিনী, জরুরি সেবা ও সংবাদপত্র, পচনশীল পন্য পরিবহন হরতালের আওতামুক্ত থাকবে বলে সংবাদ সন্মেলনে জানানো হয়।

সংবাদ সন্মেলনে ‎শিক্ষার্থীদের ৮ দফা সম্বলিত দাবি তুলে ধরা হয়। সেগুলো হল ৯৩% মেধা ও ৭% কোটার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা। প্রশ্নফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন। প্রশ্নপত্র তৈরি পরবর্তী সময়ে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সরকারি ট্রেজারিতে সংরক্ষণ। পরীক্ষার খাতা মূল্যায়ন জেলা প্রশাসনের মাধ্যমে সম্পন্ন করা।নিয়োগ পরীক্ষার আগে উপজেলা কোটা পৃথক প্রজ্ঞাপনে প্রকাশ। নিয়োগ পরবর্তী সময় প্রার্থীদের রোল নম্বর, নাম ও ঠিকানা প্রকাশ বাধ্যতামূলক করা।ফলাফলে বাঙালি ও তফসিলভুক্ত উপজাতীয় জনগোষ্ঠী দুই তালিকা আলাদাভাবে প্রকাশ ও উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ১৯৮৯ সালের জেলা পরিষদ আইনে উপজাতীয় অগ্রাধিকার নীতি মানা হচ্ছে কি না এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা প্রদান।

উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন বিদ্যালয়ের শুন্য পদের বিপরীতে ৫৮৯ জন শিক্ষক নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষনা করা হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত