কাপ্তাইয়ে ১৫ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার

Published: 22 Dec 2021   Wednesday   

রাঙামাটির কাপ্তাইয়ের রেশম বাগান এলাকা থেকে বুধবার প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যর একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। 
 
বন বিভাগ সূত্রে জানা গেছে, বুুধবার সকালের দিকে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম গবেষণা কেন্দ্র এলাকায় অজগর সাপটি দেখতে পায় লোকজন। পরে স্থানীয় বন বিভাগকে খবর দিলে বন বিভাগের লোকজন সেখানে গিয়ে প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যর সাপটি উদ্ধার করে।   অজগর সাপটির ওজন প্রায় ২০ থেকে ২২ কেজি বলে জানা গেছে। পরে উদ্ধার করা অজগর সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত  করা হয়েছে।  এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তা ও বন প্রহরীরা উপস্থিত ছিলেন। 
 
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান জানান, উদ্ধার করা অজগর সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত  করা হয়েছে। এর আগেও বেশ কয়েকটি অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত