২নং নানিয়ারচর ইউপি চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ গ্রহনে বিরত ও সরে দাড়ানো ঘোষনা

Published: 24 Dec 2021   Friday   

চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাঙামাটির নানিয়ারচর উপজেলার ২ নং নানিয়ারচর ইউপির স্বতন্দ্র চেয়ারম্যান প্রার্থী জ্যোতি লাল চাকমা নির্বাচন থেকে সরে দাড়িয়ছেন।


শুক্রবার ২ নং নানিয়ারচর ইউপির স্বতন্দ্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জ্যোতি লাল চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই ঘোষনা দেন।


বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৪ নভেম্বর নানিয়ারচর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন। কিন্তু ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের দিনে উপজেলা রির্টানিং কর্মকর্তা বিভূতি চাকমা স্থাণীয় সরকার(ইউপি) নির্বাচনের বিধিমালা যথাযথ অনুসরণ না করে ঋন খেলাপি দেখিয়ে ও তাকে আতœপক্ষের সমর্থনের সুযোগ না দিয়ে মনোনয়নপত্র বাতিল করে দেন। ষ্টার্ন্ডার চার্টাট ব্যাংক থেকে গৃহ নির্মাণের ঋণ সম্পুর্ন পরিশোধ করে রির্টানিং কর্মকর্তার কর্তৃক বেধে দেওয়া সময়সীমার মধ্যে জেলা রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়। কিন্তু গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত আপিল শুনানীতে জেলা নির্বাচন কর্মকর্তার কর্তৃক প্রদর্শিত স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ এর ২৬ (২) (জ) বিধি দেখিয়ে শুনানীতে অংশগ্রহনকারী তার প্রতিনিধি অনাদায়ী গৃহ নির্মাণ ঋণ এবং প্রদর্শিত নির্বাচন বিধির আওতায়ভূক্ত নয় বলে যুক্তি প্রদর্শন করার সত্বেও জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান তা আমলে না নিয়ে রির্টানিং অফিসারের সিদ্ধান্ত বহাল রেখে আপীল না মঞ্জুর করে রায় দেন।


বিবৃতিতে আরো বলা হয়, আপীলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে রিট পিটিশন দাখিল করলে আদালত গত ২২ ডিসেম্বর ন্যায়ের পক্ষে রায় দিয়ে প্রার্থীতা ফিরে পান। প্রার্থীতা ফিরে পাওয়ার পর নির্বাচনী প্রচারনার সময় না থাকায় নির্বাচন পিছিয়ে দিয়ে নির্বাচনী প্রচারের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য জেলা নির্বাচন অফিসারের কাছে দাবী জানানো হয়। কিন্তু জেলা নির্বাচন অফিসার ও উপজেলা রির্টানিং অফিসার নির্বাচন পেছানো সম্ভব না বলে জানিয়ে দেন। তাই নির্বাচনী প্রচারনায় কোন সুযোগ না পাওয়ায় নির্বাচনে অংশ গ্রহন বিরত ও চেয়ারম্যান প্রার্থীতা থেকে সরে দাড়ানো ঘোষনা দেওয়া হয়েছে।


জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান জানান, চেয়ারম্যান প্রার্থীর যেহেতু ব্যাংকের ঋণ রয়েছে সেহেতু জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে তার প্রার্থীতা বাতিল করা হয়েছে। পরবর্তীতে হাই কোর্টে রায় পাওয়ার পর প্রার্থীতা ফিরে পাওয়ার তাকে প্রচার-প্রচার করার জন্য বলা হয়েছে। তবে তার কাছে প্রচার-প্রচারনার জন্য কোন আবেদন করা হয়নি। এছাড়া জেলা নির্বাচন কর্মকর্তার ক্ষমতাও নেই সময় বাড়িয়ে দেওয়া। এটি সম্পূর্ন নির্বাচন কমিশনের এখতিয়ার রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত