রাঙামাটির ১০ টি ইউপিতে শান্তিপূর্ন ভোট গ্রহন সম্পন্ন

Published: 26 Dec 2021   Sunday   

চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে রাঙামাটি সদর ও নানিয়ারচর উপজেলার ১০টি ইউনিয়নে রোববার শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

 

রাঙামাটির সদওর উপজেলার ৬টি ও নানিয়ারচর উপজেলায় ৪টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্ষন্ত ভোটাররা লম্বা লাইনে দাড়িয়ে উৎসব মূখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্যনীয়। এই ১০টি ইউনিয়নে মোট ৩৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বেশী রয়েছে। তবে নানিয়ারচরের দুটি ইউনিয়নে আওয়ামীলীগ কোন প্রার্থী দেয়নি। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য মোতায়েনে ছিল।


রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সালমা নাজনীন ও নানিয়ারচর উপজেলা নির্বাচন কর্মকর্তা ভুপতি রঞ্জন চাকমা জানান, রাঙামাটি জেলার ২ টি উপজেলার ১০ টি ইউনিয়নে ৮ টি উপজেলায় আওয়ামীলীগ ও আঞ্চলিক দল গুলো প্রার্থীতা দিয়েছেন। তবে নানিয়ারচরের দুটি ইউনিয়নে আওয়ামীলীগ কোন প্রার্থী দেয়নি। নির্বাচনে কঠোর নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিল। কোন প্রকার অপ্রীতিকর ঘঠনা ঘটেনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত