রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

Published: 16 Dec 2025   Tuesday   

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সকালের সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার কেন্দ্রীয় শহী মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার আব্দুর রকিব। সকালে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি শি^বিদ্যালয়ের পক্ষে ক্যাম্পাসের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। এছাড়াও বিভিন্ন সংস্থা, দপ্তর, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। সকাল ৯টায় রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনসহ সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। এ সময় পুলিশ সুপার মো. আব্দুর রকিব উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজ শেষে জেলার বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আবদুর রউফের মাজারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে। বিকালে রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীসহ নানা কর্মসূচি পালিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত